সমাজের আলো: হার্টঅ্যাটাকের ক্ষেত্রে গোল্ডেন মোমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোল্ডেন পিরিয়ডে উপযুক্ত চিকিৎসা পেলে বেঁচে যায় আশি শতাংশ রোগী। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার দ্রুত হাসপাতালে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন। শনিবার দুপুরে জিম করতে গিয়ে ট্রেড মিলেই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। তাকে সঙ্গে সঙ্গে পারিবারিক চিকিৎসকের পরামর্শে উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা সৌরভকে পরীক্ষা করে ভর্তি করে নেন। ডা. সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তারা সিদ্ধান্ত নেন সৌরভের আঞ্জিও প্লাস্টি করা হবে। সেই মতো শনিবার বিকালে আঞ্জিও প্লাস্টি করে দেখা যায় সৌরভের হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ আছে।

