সমাজের আলো: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের দাবিকে চ্যালেঞ্জ করে আইনি লড়াই কেবল শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠরা। “নির্বাচন এখনও শেষ হয়নি। শেষ এখনও অনেক দূরে,” সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি। বিবিসি জানিয়েছে, সংবাদ সম্মেলনে ম্যাকএনানি নির্বাচনে কারচুপির একগাদা অভিযোগ আনলেও জালিয়াতির তেমন কোনো প্রমাণ হাজির করেননি, যা ভোটের এখনকার ফলাফল বদলে দিতে পারে। ইলেকটোরাল কলেজ ভোটে প্রতিদ্বন্দ্বী বাইডেনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে দেখা গেলেও, ট্রাম্প এখনও হার স্বীকার করে নেননি। শনিবার বিভিন্ন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ‘সুইং স্টেট’ পেনসিলভেইনিয়াতে ডেমোক্র্যাট প্রার্থী জয় পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করার পর বাইডেনের ইলেকটোরাল ভোট ২৭০ এর সীমা পার হয়। বারাক ওবামা আমলের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট এরপর ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করলেও সোমবার ট্রাম্প ফের নির্বাচনের ফল মেনে নিতে আপত্তি জানান। অকাট্য কোনো প্রমাণ ছাড়াই তিনি টুইটারে দেওয়া পোস্টে বলেন, ৩ নবেম্বরের ভোটে ‘অভাবনীয় ও অবৈধ কর্মকাণ্ড’ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার দায়িত্বে থাকা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনও বাইডেনের উপদেষ্টাদের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরুর প্রক্রিয়া বন্ধ রেখেছে। নির্বাচনে কে বিজয়ী হয়েছে তা ‘নিশ্চিত করে বলা না যাওয়ায়’ আনুষ্ঠানিকতা শুরু করা যাচ্ছে না, বলেছে তারা। ট্রাম্প প্রশাসন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে বাইডেন প্রশাসনও আইনি লড়াইয়ের কথা বিবেচনা করছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। মার্কিন গণমাধ্যমের বেশ ক’জন হোয়াইট হাউস প্রতিবেদক জানিয়েছেন, নির্বাচন নিয়ে আপত্তি থাকলেও ট্রাম্প জানুয়ারিতেই হোয়াইট হাউস ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তিনি এরই মধ্যে ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া নিয়েও কথাবার্তা শুরু করেছেন, জানিয়েছে তারা। সমাজের আলো




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *