সমাজের আলোঃ পুকুরে ডুবে এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে।
যুবকের নাম স্বপন দাশ (২২)।বাড়ি সদর উপজেলার আখড়াখোলা গ্রামে।
এলাকাবাসি জানান, সোমবার দুপুরে স্বপন দাশের মা বাড়ির পাশে একটি পুকুরে নামে।মায়ের পায়ে লাশটি বেঁধে যায়। এ সময় তাকে উদ্ধার করা হয় মৃত্যু অবস্থায়।
তবে যে পুকুরে স্বপন দাশের মৃত্যু হয়েছে ওই পুকুরে পানি কম ছিল। কম পানিতে ডুবে মৃত্যু ঘটনা নিয়ে নানা কথা উঠেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
