সমাজের আলো : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ ৯ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের জন্য উক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সংক্রান্ত সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

