সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনীর উত্তাপ এখনো থামছেনা। নির্বাচনের আগে ও নির্বাচন পরবর্তী সময়ে ইউনিয়নটির নবনিবার্চিত চেয়ারম্যান মোস্তফা সমর্থকদের হামলায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। এদের ভিতরে আহত হন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউনিয়নের দলীয় প্রার্থী আসাদুজ্জামান অছলে ও তার ছেলে সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক ইনজামামুল হক। সর্বশেষ গত ২ ফেব্রæয়ারি মোস্তফার লোকজনের হামলার শিকার হন বৈকারীর সরদার পাড়ার মৃত হাশেম সরদারের ছেলে আক্তার হোসেন। এ ঘটনায় আক্তার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন (মামলা নং: ১৫/২২)। অভিযোগ রয়েছে মোস্তাফা সমর্থকদের নেতৃত্বে আক্তার হোসেনের উপর হামলা হলেও মোস্তফার নামে মামলা হয়নি সাতক্ষীরা সদর থানায়। তবে আক্তার হোসেনের দায়েরকৃত মামলার আসামীরা জামিন লাভ করার পরে ইউপি চেয়ারম্যান মোস্তফার নির্দেশে আক্তার হোসেনের বাড়ির প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।এদিকে যারা নৌকায় ভোট দিয়েছে তাদের হাত-পা কেটে নেওয়ার জন্য চেয়ারম্যান মোস্তফা কামাল নাকি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এমন দাবি করে মোস্তফার দেহরক্ষী জামাল হোসেনের একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে মোস্তফা কামালের সমর্থকের ভয়ে ইতোমধ্যে ওই এলাকার সহ¯্রাধিক আ’লীগের নেতাকর্মীসহ সংখ্যালঘু স¤প্রদায়ের অনেকে বাড়ি ছাড়া। সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, চেয়ারম্যান মোস্তফা কামালের নেতৃত্বে নির্বাচন পরবর্তী বিভিন্ন সময়ে নৌকার সমর্থকদের প্রাণনাশের হুমকী দেওয়া হচ্ছে। তার সমর্থকদের হামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সবকিছু জেনেও এবিষয়ে জেলা আ’লীগের শীর্ষ নেতাদের থেকে সেভাবে সাড়া পাচ্ছেন না দাবি করে তৃণমূলের নেতাকর্মীরা বলেন, চেয়ারম্যান মোস্তফা কামাল বৈকারী ইউনিয়নের শিমুল হোসেনের ছেলে সালেক হোসেন, সেকেন্দারের ছেলে আব্দুস সবুর, ইসলামের ছেলে আনারুল ইসলাম, আবুল হোসেনের ছেলে জামাল হোসেন, রমিজউদ্দীনের ছেলে খোকা, ছিয়ামদ্দীনের ছেলে হাকিম ডাকাতসহ বিভিন্ন জায়গার বহিরাগতদের নিয়ে একটি বাহিনী গঠন করেছে। যে বাহিনী দ্বারা তারা আ’লীগ নিধন করার মিশনে নেমেছে বলে অভিযোগ করেন তারা। এসময় নির্যাতনের শিকার আক্তার হোসেনের পরিবারের সদস্যরা জানান, নৌকায় ভোট দেওয়াতে আক্তার হোসেনের হাত-পা কেটে নিতে চেয়ারম্যান মোস্তফা ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এর পরেই গত ২ জানুয়ারি দুপুরে ইউনিয়নের বলদঘাটা কালভার্ট সংলগ্ন এলাকায় আক্তার হোসেনের উপরে অতর্কিত হামলা চালায় মোস্তফা সমর্থকরা। এসময় আক্তার হোসেনকে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছাদুজ্জামান অছলে বলেন, ইউনিয়ন আ’লীগের নেতৃত্ব শূন্য করার মিশনে নেমেছে মোস্তফাসহ তার সমর্থকরা। দিনে দুপুরে তার বাহিনীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে বৈকারী ইউনিয়নবাসী। আজকে আমিসহ আমার সন্তান তার বাহিনীর নির্যাতনে পঙ্গু হয়ে পড়েছি। তাছাড়া অর্ধশতাধিক নেতাকর্মী তার নির্যাতনে আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও বর্তমানে সহ¯্রাধিক পরিবার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *