সমাজের আলো : গভীর রাতে এক নারী ‘সঙ্গী’ নিয়ে নিজের ঘরে অবস্থান করছিলেন নাটোর গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আলম হোসেন (মেকার)। ঘটনা জানাজানি হলে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েন তিনি। স্থানীয়রা তাদের ধরে কোনো ঝামেলা না করে কাজি অফিসে নিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে তাদের। যদিও স্থানীয় এক ছাত্রলীগ কর্মীকে কামড় দিয়ে গুরুতর আহত করেছেন মো. আলম হোসেন। গত শুক্রবার গভীর রাতে বিয়াঘাট এলাকার সুজার মোড় নামক স্থানে এসব ঘটনা ঘটে।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক