সমাজের আলো : এ যেন সিনেমাকেও হার মানায়। তিন বোনের এক স্বামী। অবিশ্বা’স্য হলেও ঘটনা সত্য। সাভা’রের তেতুঁলজোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মু’সলিম পাড়া এলাকায় একে একে তিন বোনকে বিয়ে করেছেন সোহরাবহোসেন নামে এক যুবক। পেশায় তিনি একজন নরসুন্দর। খুলনা জে’লার কয়রা থা’নার বাগমা’রা এলাকার আব্দুর রহমান সরদারের ছে’লে সোহরাব সরদার প্রথমে লিমা আক্তারকে (২১) বিয়ে করেন ৪ বছর আগে।বিয়ের ১ বছর পর প্রথম স্ত্রী’কে তালাক দিয়ে তার বড় বোনকে (২২) বিয়ে করেন। তিন বছর সাংসারিক জীবন অ’তিবাহিত করেন দ্বিতীয় স্ত্রী’র সঙ্গে। সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্ত্রী’রআপন ছোট বোনকে (১৮) বিয়ে করেন। গত ৩ জানুয়ারি তৃতীয় বিয়ের পর আলাদা সংসার পেতেছেন সোহরাব। ছোট বোন মাত্র তিন মাস আগে পোশাক কারখানায় কাজ নিতে বড় বোনের বাসায় আসেন।সোহরাবের দ্বিতীয় স্ত্রী’ও স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। একই কারখানাতে ছোট বোনকে কাজ পাইয়ে দিয়েছেন বড় বোন। চাকরি পেয়ে বোন-দুলাভাইয়ের সঙ্গে একই বাসাতে থাকতেন ছোট বোন।অল্প কিছুদিন আগে ছোট বোন শারীরিকভাবে অ’সুস্থ্য হয়ে পড়েন। বমি হতে থাকে ঘনঘন। হাসপাতা’লে চিকিৎসা নিতে গেলে ধ’রা পড়ে প্রেগন্যান্সি। তারপরই দুলা ভাইয়ের সঙ্গে অ’বৈধ মেলা মেশার কথা শিকার যান ছোট বোন।

