সমাজের আলো : আফগানিস্তানে সরকারের পতন হয়েছে। তালেবানের কাছে অসহায় ‘আত্মসমর্পণ’ করে রোববার পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি। এর পরেই তিনি তাজিকিস্তানে আশ্রয় নেন। এরইমধ্যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করেছে তালেবানরা। পর্যবেক্ষকরা মনে করছেন, তালেবানের রাষ্ট্রক্ষমতায় যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় প্রস্তুত আফগান সরকার। তালেবানদের দাবি অনুযায়ী শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা চলছে। এসবের আগে আফগানিস্তানের রাজধানী কাবুলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবানরা। ২০ বছর আগে তালেবানের ‘শত্রু’রা আফগানিস্তান যেভাবে তাদের দখলে নিয়েছিল, ২০ বছর পর এসে অনেকটা সেভাবেই একের পর এক আফগানিস্তানের একেকটি অঞ্চল পুনরায় দখলে নিয়ে শেষে গোটা দেশই দখলে নিয়ে নিয়েছে তালেবানরা। হলিউড মুভির মতো এর নাম দেয়া যায় ‘দ্য রিটার্ন অফ দ্য তালেবান’ বা ‘তালেবানের ফিরে আসা’। বাস্তবতা যে অনেক সময় সিনেমাকেও হার মানায়, তাইতো দেখা গেল। আজ থেকে বিশ বছর আগে, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান দিয়ে হামলা চালানো হয়, যে ঘটনায় নিহত হন প্রায় তিন হাজার মানুষ। দেশটির রাজধানী ওয়াশিংটনের উপকণ্ঠে অবস্থিত প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন ভবনেও বিমান হামলা চালানো হয়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং অভিনব ওই হামলায় সারা দুনিয়া তাজ্জব বনে যায়। জানা যায়, ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন উগ্র মতাদর্শের ইসলামপন্থি সংগঠন আল-কায়েদা আফগানিস্তান থেকে ওই হামলার পরিকল্পনা করেছিল। মুসলিম বিশ্বে সংঘাত সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোকে দায়ী করে আল-কায়েদা হামলার দায় স্বীকারও করেছিল। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। ওই হামলার এক মাসেরও কম সময় পর প্রেসিডেন্ট বুশ আল-কায়েদাকে নিশ্চিহ্ন করতে এবং ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে যুক্তরাজ্য সহ অন্য মিত্রদের নিয়ে আফগানিস্তান আক্রমণ করেন। কারণ, ওসামা বিন লাদেন তখন আফগানিস্তানে তালেবানের আশ্রয়ে ছিলেন। আফগানিস্তানের তালেবান সরকার লাদেনকে ‘হস্তান্তরে’ অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান চালায়। তখন বিভিন্ন জরিপে অংশগ্রহণ করা যুক্তরাষ্ট্রের নাগরিকরাও যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে মত দেন। ওই যুদ্ধের নাম দেয়া হয় ‘ওয়ার অন টেরর’ বা ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’। কিন্তু যুদ্ধের পক্ষে ধীরে ধীরে জনসমর্থন কমতে থাকলেও যুদ্ধ থেমে থাকেনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *