সমাজের আলোঃ প্রকৃতি যেন ছাড়তে চায়না উপকূলের হতদরিদ্র মানুষদের। বছরের অধিকাংশ সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হয় তাদের। যে কারণে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হতে হয় উপকূলবাসির। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে হিমশিম খেতে হয় সাগর পাড়ের মানুষের। সম্প্রতি বুলবুলের আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ব মহামারী করোনা ভাইরাসের মধ্যে আঘাত হানলো সুপার সাইক্লোন আম্পান। সুপার সাইক্লোন আম্পান ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে উপকূলীয় অঞ্চল। ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় নি:স্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। উপকূলের সকল মানুষ বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বসবাস করছেন সরকারি সাইক্লোন শেল্টারে ও ভাসমান নৌকার উপরে। এ যেন প্রকৃতির নির্মম নিয়তি। সুপার সাইক্লোন আম্পান ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলের মানুষের শেষ সম্বল টুকু কেড়ে নিয়েছে বলে জানা যায়। সুপার সাইক্লোন আম্পান ঈদের ৫দিন পূর্বে হওয়ায় ঈদের উৎসব থেকে বঞ্চিত হচ্ছে উপকূলীয় লাখো মানুষ। উপকূলের মানুষ ত্রাণ চায়না টেকসই বাঁধ চায়। কিন্তু কে শুনছে তাদের এই কথ া? সিডর হলো, আইলা হলো, বুলবুল হলো, আম্পান হয়ে গেলো। দেখা যাক টেকসই বাঁধ নির্মাণ হয় কিনা। ঘূর্ণিঝড় আম্পানের কারণে উপকূলের এক-তৃতীয়াংশ দিনে দুইবার পানির নিচে ডুবছে। ঈদের আনন্দ উৎসব থেকে নিজের সব পরিবার ও সন্তানদের নিয়ে অনাহারে পানিবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে। গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্রতিনিয়ত জোয়ার-ভাটার পানি ওঠানামা করাছে। প্রতিটি পরিবার পানিবন্দি হয়ে আছে। নষ্ট হয়ে গেছে বসবাস করার মতো ঘরবাড়ি। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের আবুল বাশার (৬০) বলেন, শেষ সম্বল দুই হাজারের মতো ডিমওয়ালা মুরগি জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। যার কারণে পরিবারের মুখে ঈদের সময় ঈদ সামগ্রী তুলে দিতে না পারায় খুবই মর্মাহত। জীবনের সর্বপ্রথম রোজা রাখতে পারেনি। ঈদের নামাজ পড়া থেকেও বঞ্চিত হতে হচ্ছি।
ছোট শিশু আরিফ (১০) হোসেন জানান, অনেকেই আমরা ডুবে গেছি। তাই ত্রাণ নিয়ে আসতেছে। কিন্তু ঈদের পোশাক তো কেউ নিয়ে আসো না। আমরা কিভাবে ঈদের নামাজ পড়বো? মসজিদের মাঠ সবই তো ডুবে গেছে।গাবুরা ইউনিয়নের মাসুরা খাতুন (৪০) জানান, আম্পানের কারণে বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে। তিন চার দিন পার হলেও বাঁধ দেয়া হয়নি। জীবনের প্রথম বারের মতো ছেলে মেয়েদের ঈদের নতুন পোশাক কিনে দিতে না পারায় খুবই খারাপ লাগছে।
বয়:বৃদ্ধ আব্দুল করিম বলেন, সুপার সাইক্লোন আম্পান ঝড়ের কারণে শেষ বয়সে ঈদের নামাজ পড়তে পারবো না-এটাই আমাদের দেখার ছিল। ছোটবেলা থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আসছে। এরকম অবস্থায় আমাদের কখনো পড়তে হয়নি। এসব নিয়তির খেলা।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, গাবুরা ৪৩ হাজার মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত। ঘূর্ণিঝড় আম্পানের কারণে পুরো এলাকা প্লাবিত হওয়ায় প্রথমবারের মতো ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের মানুষ।পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, ইউনিয়নের ৩৭ হাজার মানুষ বসবাস করে। ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ভেঙে ও করোনার কারণে এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে পদ্মপুকুরের মানুষ।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার জানান, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে নয়টি গ্রাম প্লাবিত হওয়ায় ২৫ হাজার মানুষ এবার ঈদ আনন্দ হতে বঞ্চিত হচ্ছে।উপকূলীয় অঞ্চলের মানুষদের রক্ষা করতে হলে টেকসই বাঁধ নির্মাণ করা জরুরি বলে মনে করেন সুধীমহল।
