সমাজের আলো: স্ট্রাট ফান্ড বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জনগণের জন্য বর্ধিত সহায়তা প্রকল্পে; সহায় সাতক্ষীরার আয়োজনে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়ীয়ালা ও হাজরাখালীতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ২য় ধাপে ৫০টি পরিবারে নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা সরবারহ করেছে। ২৭ জানুয়ারি বেলা ১টায় মাড়িয়ালা প্রাইমারি স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে ৪৭ পরিবারে ৪হাজার ৫শত, ৩টি প্রতিবন্ধী পরিবারে ৫ হাজার ৫ শত টাকা সরবরাহ করেছে। ইতিপূর্বে তারা গত ২৩ ডিসেম্বর সমপরিমাণ টাকা পেয়েছিল। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউনিয়নের মহিলা মেম্বার সালমা খাতুন, ওয়ার্ড মেম্বার মোঃ ইয়াছিন আলী, সহায় সংস্থার প্রকল্প পরিচালক এ.এম.এম মনিরুজ্জামান, উত্তরণের ক্যাশ সুপারভাইজার মির্জা মনিরুল হক। একাজে সহায়তা করছে সেচ্ছাসেবী পলাশ, নাসরিন, ইকরামুল, কামাল, আশা, কেয়া ও ইতি। সমগ্র কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প কর্মকর্তা সাকিবুর রহমান বাবলা।

