আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতাঃ আশাশুনিতে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সঠিকভাবে পরিচালিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ও ক্যাম্পেইন পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। শনিবার সকালে তিনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোঁদাড়া কমিউনিটি ক্লিনিক ও বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং কামালকাটি পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করতে হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম থেকে কেউ যাতে বাদ না পড়ে সেজন্য তিনি সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান,এফডব্লুভি রুমা পারভীন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য সহকারী গাউসুল আযম, সি এইচ সি পি আছাফুজ্জামান বাপ্পী,রবীন্দ্রনাথ মন্ডল ও সেচ্ছাসেবকগণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *