সমাজের আলো ঃ আশাশুনিতে খেলার সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয় থেকে তিনি এ খেলার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি হাড়িভাঙ্গা প্রান্তিক যুব সংঘের সভাপতি গোপাল চন্দ্র সরকার ও কমলাপুর যুব সংঘের সভাপতি স্বপন বাছাড়ের নিকট এ খেলার সামগ্রী হস্তান্তর করেন। বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাত্র ও যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের ছাত্র যুবকদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করে থাকেন। তিনি মাদককে পরিহার করে সুস্থ সুন্দর জীবন গড়ার লক্ষ্যে সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বুদ্ধদেব সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবার প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *