সমাজের আলো : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামে এই অফিস পোড়ানোর ঘটনাটি ঘটে বলে অভিযোগে দাবী করা হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কিছু চেয়ার টেবিল এবং নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। তবে নিরপেক্ষ কোন সূত্র অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আনুলিয়া ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দবিরউদ্দিন শিকারি জানান, ‘নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহবুদ্দিন সানার নির্বাচনী অফিস তৈরি করা হয়। রোববার প্রচার প্রচারণা শেষে রাত বারোটার দিকে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুন আগুন চিৎকারে ঘুম ভেঙে যায়। দ্রুত নির্বাচন অফিসের সামনে এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে। এ সময় ঘটনাস্থল থেকে একই গ্রামের আনারস প্রতীকের সমার্থক খোরশেদ শিকারি, রায়হান সানা, আবু মুসা শিকারি, মুসা সানা, মফিজুল গাজী, মিজানুর গাজীসহ বেশ কয়েকজনকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।’

তিনি আরো বলেন, ‘তখন আমরা তাদেরকে কোন কিছু না বলে প্রশাসনকে খবর দেই এবং পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। তার মধ্যেই আগুনের লেলিহান শিখায় ২০ থেকে ২৫টি চেয়ার এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিটিসহ সমগ্র অফিস পুড়ে যায়।’আনুলিয়া নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শাহবুদ্দিন সানা জানান, ‘নৌকা প্রতীক পাওয়ার পর থেকে বিএনপি থেকে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুস বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। সে তার কর্মীদের দিয়ে কয়েক দিন আগে তার অফিস ভাঙচুর এবং কর্মীদের মারপিট করে। সম্প্রতি সে আবার নতুন পরিকল্পনা হিসেবে আনুলিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দেওয়ার জন্য তিনি নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে এই অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমি দাবী করছি।’

আনারসের প্রার্থী রুহুল কুদ্দুস জানান, ‘একের পর এক মিথ্যা মামলা হামলার কারনে এলাকাতেই থাকতে পারছি না। এটা আর একটা মামলা দায়ের করার চক্রান্ত। যাতে আমি নির্বাচনের মাঠে না থাকতে পারি।’ তিনি আরো বলেন, ‘আদালতে আছি, জামিন দিয়েছি সবাই। কাগজে স্বাক্ষর করতে হচ্ছে, একটু ব্যস্ত আছি। পরে কথা হবে।’এলাকায় অবস্থানকারী রুহুল কুদ্দুস এর সমার্থক আনসার উদ্দিন জানান, ‘মাঝ রাতে হঠাৎ কে বা কারা আমার ছেলেদের নাম ধরে ডাকতে থাকে এবং অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এর বেশি কিছু আমি জানিনা।’আশাশুনি থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর হোসেন জানান, রাতে এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ওসি স্যারকে জানিয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *