লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বাড়ির মালিককে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কল্যাণপুর গ্রামের মাওঃ আঃ সবুর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যান। তার স্ত্রী এক কক্ষে ও তিনি অপর কক্ষে শুয়েছিলেন। ধারনা করা হচ্ছে, ঘরের জানালা খুলে মোবাইল দেখতে দেখতে তন্দ্রাগ্রস্থ হয়ে পড়ার সুযোগে দস্যুদল চেতনা নাশক দ্রব্য স্প্রে করলে তিনি অচেতন হয়ে পড়েন। এসময় জানালার গ্রীলের ৭টি পাতি কেটে দস্যুদের একজন ভিতরে ঢুকে দরজা খুলে দিলে অন্যরা ঘরে ঢুকে আলমারীর তালা ভেঙ্গে এবং অপর কক্ষে ঘুমিয়ে থাকা স্ত্রীর কানের ও গলার স্বর্ণালঙ্কার, আলমারীতে থাকা আংটি, পলি, নগদ টাকা ও ব্যবহৃত মোবাইলসহ নগদ টাকা নিয়ে নেয়। পরে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে দস্যুরা দ্রুত কেটে পড়ে। স্ত্রী চিৎকার দিয়ে অন্যদের ডাকতে থাকলে লোকজন গিয়ে সবকিছু জানতে পারে। অচেতন মাওঃ আঃ সবুরকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, মাওঃ সবুরকে অজ্ঞান করে, ঘরের গ্রীল কেটে অলঙ্কার ও কিছু মালপত্র নিয়ে গেছে। সবুরকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশকে এখনো জানানো হয়নি বলে মনে হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *