সমাজের আলো : রূপনগরে তিন পুরিয়া গাঁজাসহ আটক করা হয়েছিল দুই যুবককে। এর পর ৬৪ হাজার টাকা ঘুষের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে মোটা অঙ্কের ঘুষই নয় কেবল, আটক দুজনের একজনকে মুক্তির বিনিময়ে তার একটি বাড়ি লিখে দেওয়ার প্রস্তাব করেছিলেন রূপনগর থানার এসআই মো. সাইফুল ইসলাম। কিন্তু স্বজনরা সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বেধড়ক মারধরের শিকার হতে হয় সম্ভ্রান্ত পরিবারের আটক বখাটে সেই যুবককে। শৃঙ্খলা কাজ ও অসদাচরণের অভিযোগ প্রমাণ হওয়ায় এরই মধ্যে গুরুদণ্ড পেয়েছেন এসআই ।জানা গেছে, অভিযোগের ভিত্তিতে এসআই সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা (ঢাকার পিএসঅ্যান্ডআইআই বিভাগের বিভাগীয় মামলা নং-৪৩৩/২০) হয়। ঘটনা তদন্ত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা লালবাগ বিভাগ) শামসুল আরেফীন। তাতে এসআই সাইফুলের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থী কাজ ও অসদাচরণের অভিযোগ প্রমাণ হয়। পরে ডিএমপির (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৬-এর বিধি ৪(খ)(৭) অনুযায়ী, ওই পুলিশ কর্মকর্তার গুরুদণ্ড হিসেবে একটি ইনক্রিমেন্টের সমপরিমাণ অর্থ প্রতি মাসের বেতন থেকে পাঁচ বছরের জন্য কাটার সাময়িক আদেশ দেওয়া হয়। তবে ঘুষ বাণিজ্যের পরও সাইফুল ইসলাম রূপনগর থানাতেই কর্মরত।

