সমাজের আলোঃ আড়িয়ায় দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয়া ২০১৯-২০ অর্থ বছরের ৯২ টি ভিজিডি কার্ডের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য অনিয়ম এনে গেল ১৬ মে খবর প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে,পরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব সংবাদ সম্মেলন করে ভিজিডি কার্ড দুর্নীতি হয়নি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
পরবর্তীতে ওইসব দুর্নীতির খবর সুনির্দিষ্ট করে প্রকাশ হয় আরও কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে। প্রকাশিত খবরে আড়িয়া ইউনিয়নের ৩ জন ইউপি সদস্যের স্ত্রীর নামে ভিজিডি কার্ড; কার্ড থেকেও বেশ কয়েকজনের চাল না পাওয়ার কথা বলা হয়।
খবরে বলা হয়– এমন মানুষও পাওয়া গেছে,যিনি নিজেই জানেন না তিনি ভিজিডি কার্ডের সুবিধাভোগী।
প্রকাশিত খবরের প্রেক্ষিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরাত জাহানকে প্রধান করে তদন্ত করার ব্যবস্থা নেয় দৌলতপুর উপজেলা প্রশাসন। এরই মধ্যে তদন্ত শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের আমলে নেয়া ৩টি অভিযোগের মধ্যে দু’টির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

