সমাজের আলো: চাহিদামতো টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার ৮ পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে সিএমপির উপ-পুলিশ কমিশনারকে (উত্তর জোন) তদন্ত করে আদালতে প্রতিবেদন প্রদানের আদেশ দিয়েছেন। মামলার আসামিরা হল- বায়েজিদ বোস্তামী থানার এএসআই অমিত ভট্টাচার্য্য, এএসআই মো. শরিফুল ইসলাম, এসআই গোলাম মো. নাছিম হোসেন, এএসআই মো. আশরাফুল ইসলাম, কনস্টেবল মো. সোলাইমান ও ফৌজুল করিম, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সহিদুল ইসলাম ও এসআই মো. নবী। এছাড়া মামলায় ডোনার রুবেল নামে এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানা আরেফিননগর বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল ওয়াহেদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ১১ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
