সৈয়দ মাহামুদ শাওন,রাজশাহী ঃ আমাদের দোরগোড়ায় চলে এসেছে পবিত্র ঈদুল আজহা। হাতে আর মাত্র কয়দিন। কোরবানির সময় ঘনিয়ে আসায় রাজশাহীতে জমে উঠতে শুরু করেছে গবাদি পশুর হাট।

রাজশাহী মহানগরীর সিটি হাট ছাড়াও উপকণ্ঠের পবার নওহাটা, দামকুড়া কাঁটাখালী, পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট, ঝলমলিয়া হাট, গোদাগাড়ীর কাঁকনহাট ও মহিষালবাড়ি হাট, বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুর হাট, দুর্গাপুর হাট, মোহনপুরের কেশর হাট ও সাবাই হাট এবং তানোরের চৌবাড়িয়া ও মুণ্ডুমালা হাট উল্লেখযোগ্য।

বর্তমানে ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে এসব হাটগুলো। এতদিন যাচাই-বাছাই চললেও এখন শুরু হয়েছে বেচাকেনা।

শুক্রবার (১জুলাই রাজশাহীর তানোর উপজেলার চৌবাড়িয়া সহ বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, বিভিন্ন আকারের গরু, মহিষ, ছাগল রয়েছে। এরমধ্যে দেশি গবাদি পশুর সংখ্যাই বেশি। সদ্য হাটে ওঠা বেশিরভাগ গরুই এসেছে রাজশাহীসহ আশেপাশের জেলা-উপজেলাগুলো থেকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *