তালা প্রতিনিধি : দাতাসংস্থা সিমাভীর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তাবায়িত প্রকল্পের আয়োজনে ওয়াশ ক্যাম্পিন এ্যাট কমিউনিটি লেভেল অনুষ্ঠিত হয়। বিভিন্ন শহর পর্যায়ে সমন্বয় কমিটি,ওয়াটসান কমিটি এবং মহিলা গ্রুপের সম্প্রদায়য়ের স্তরে জনসচেতনতা বৃদ্ধির সাথে নগরীর “অন্তর্ভুক্তি সামাজিক সংহতি যাত্রা অভিযান” উন্নত ওয়াশ সুবিধাসমূহ বৃদ্ধি করার জন্য বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে কলারোয়া পৌরসভায় ১নং ওয়ার্ড তুলসিডাংঙ্গা মাঠপাড়ায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কলারোয়া পৌরসভায় মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল। উত্তরণের প্রজেক্ট কোডিনেটর হাসিনা পারভীনের সঞ্চালনায় ও ১নং ওয়ার্ড কাউনসিলার জি.এম.শফিউল আলমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র,পৗরসভার পুরুষ ও নারী কাউন্সিলরগণ, ওয়ার্ডের ওয়াটসান ওয়ার্ড লেভেল কোডিনেশন কমিটি, মা সমাবেশ কামটির সদস্য,টিএলসিসির ও ওয়াটসন সদস্যবৃন্দ,সাংবাদিকসহ অনেকে।

