সমাজের আলো : সারাদেশে যখন করোনার টিকা নেবার জন্য লাইনে দাড়িয়ে বহু প্রতিক্ষার কেউ কেউ টিকা নিতে পারছেন। তখন রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সরকারী বাস ভবনের বসে মঙ্গলবার (১০আগস্ট) দুপুরে করোনার টিকা নিলেন।উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে দুজন কর্মী চেয়ারম্যানকে বাসায় গিয়ে তাকে টিকা দিয়ে এসেছেন। সরকারী ভবন থেকে দেড় কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। তিনি সেখানে নিজে না গিয়ে ক্ষমতার বলে বাসায় বসে টিকা নেন।

তবে টিকা পুশ করেছেন টিকাবহনকারী নিশান। এ সময় টিকাদানকর্মী জহির উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী জামিল রহমান টিকাদানের ছবি মোবাইলে ধারণ করে পরে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।মুহূর্তেই এ ঘটনা ছড়িয়ে পড়ে। চেয়ারম্যানের এমন কান্ডে ক্ষোভ জানান এলাকার সচেতন মহল ।বাসায় বসে টিকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না নিজেই।

তিনি বলেন, মঙ্গলবার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। ৩১ মে তার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিলো। অসুস্থজনিত কারণে সময়মতো টিকা নিতে পারিনি।দাফতরিক কাজে বুধবার/ বৃহস্পতিবার নাগাদ তিনি ঢাকায় যাবেন। বিষয়টি টিএইচওকে ফোনে জানান। এরপর তার বাসায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা পাঠানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *