যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ ‘একাডেমিক কাউন্সিল’-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘সদস্য’ হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মঞ্জুরুল হক ও তরুন সেন। ড. মঞ্জুরুল হক যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ও তরুন সেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন । তাঁদেরকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিলো। মঙ্গলবার দুপুরে যবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। কর্মরত সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য থেকে এ সদস্য নির্বাচন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, নির্বাচন কমিশনার হিসেবে পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস ও উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক দায়িত্ব পালন করেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২২ ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক কর্মসূচি ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ণ, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণসহ শিক্ষা সংক্রান্ত সকল বিষয় একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের পরেই একাডেমিক কাউন্সিল-এর অবস্থান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *