সমাজের আলো : বগুড়ায় এক ঘণ্টার জন্য জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেছেন কলেজছাত্রী আফিয়া ইবনাত।সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হকের কাছ থেকে ‘প্রতীকী দায়িত্ব’ গ্রহণ করেন তিনি।আফিয়া ইবনাত বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সাধারণ সম্পাদক।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ বগুড়ার আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইন এ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।আয়োজক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় কন্যা শিশুরা সমাধিকার এবং পর্যাপ্ত সুযোগ পেলে বদলে দিতে পারে তাদের জীবন, সমাজ এবং সমাজের মানুষদের এমন ধারণার বাস্তবতা তুলে ধরতে এ আয়োজন। কলেজছাত্রী আফিয়া তার এক ঘণ্টা দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করেন এবং কার্যালয়ের বিভিন্ন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসক জিয়াউল হক এ সময় প্রতীকী ডিসি আফিয়াকে তার পদের কি কি দায়িত্ব সেই সম্পর্কে ধারণা দেন। এছাড়াও কার্যালয়ের বিভিন্ন রেজিস্ট্রার কীভাবে সংরক্ষণ করতে হয়, কীভাবে একটি কার্যালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় সেই বিষয়ে পরামর্শ দেন।এ সময় ডিসি জিয়াউল হক বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। যদি তাদের পর্যাপ্ত সুযোগ করে দেওয়া যায় তবেই একটি সমৃদ্ধ নগরী তথা দেশ গঠন করা সম্ভব। এ শিশুরাই সমাজের বিভিন্ন বড় জায়গায় আসবে, সমাজকে নেতৃত্ব দেবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *