সমাজের আলো : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে ফের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এবারের লকডাউনে হার্ডলাইনে থাকবে পুলিশ। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, এবার নির্দেশনা হয়েছে হার্ডলাইনে থাকার। লকডাউনকে বাস্তবায়ন করতে প্রয়োজনে বল প্রয়োগেরও নির্দেশনা রয়েছে। তবে হার্ডলাইনের পাশাপাশি জনগণকে সচেতন করার কার্যক্রমও পুলিশ চালিয়ে যাবে। পুলিশ জানায়, যেকোনো পরিস্থিতি সামাল দিতে রাস্তায় চেকপোস্ট ছাড়াও সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। এ ছাড়া জরুরি কাজে বের হলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বের হতে হবে।

			