সমাজের আলো : এমপির বাবাকে ‘রাজাকার’ বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকহ শফিউল আযম স্বপনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমানের আদালতে মামলাটি দায়ের করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছোটভাই সাজেদুল ইমলাম সাগর।
বাদীর আইনজীবী আরিফুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজত কুমার তার লেখা ‘নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ গ্রন্থে এমপি শিমুলের পিতা হাসান আলী সরদারকে রাজাকার হিসেবে উল্লেখ করেছেন।বিষয়টি গত ২৫ জুলাই এক সংবাদ সম্মেলনে রেফারেন্স হিসেবে উপস্থাপন করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।আইনজীবী বলেন, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দিয়েছেন।

