সমাজের আলো : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ওই দেশের সীমান্তরক্ষীর (বিএসএফ) কাছে আটক হয়েছেন ঢাকার বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। তিনি গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ করা ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পরিচালক ছিলেন। ঢাকার গুলশান থানার ৭৬ লাখ টাকা আত্মসাতের
একটি মামলার আসামিও তিনি। বিএসএফ শুক্রবার তাকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থেকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে। আটকের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার আগে বিএসএফ সদস্যরা সোহেল রানাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য পেয়েছে। তবে এট পুলিশ কর্মকর্তা আটকের বিষয়ে বাংলাদেশের পুলিশ বা বিজিবি এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) পরিচালক (অপারেশন্স) লে. কর্নেল ফয়জুর রহমান জানিয়েছেন, ভারতীয় সীমান্তে বনানী থানার পরিদর্শক আটক হওয়ার কথা তিনি শুনেছেন।তবে এ বিষয়ে বিএসএফ’র পক্ষ থেকে এখনও তাদেরকে কিছু জানানো হয়নি। পুলিশ সদরদপ্তরের ডিআইজি (মিডিয়া) হায়দার আলী খান বলেন, বিভিন্ন মাধ্যমে খবরটি আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখন নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সোহেল রানা আটকের পর ঢাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ সোহেল রানা সরকারি চাকরিজীবী হয়ে ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কীভাবে জড়িত হলেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি থেকে বড় অংকের টাকা আত্মসাৎ করেছেন এই পুলিশ কর্মকর্তা। ধরা পড়ার ভয়ে তিনি গা-ঢাকা দিচ্ছিলেন। গা-ঢাকা দেয়ার সময় কর্মস্থল থেকে তিনি কোনো ছুটি নেননি। সর্বশেষ গত বৃহস্পতিবার তিনি কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে কর্মস্থলের সঙ্গে তার আর যোগাযোগ নেই। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, সোহেল রানা বৃহস্পতিবার রাত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পরে আর তিনি থানায় আসেননি। ডিএমপি’র গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবারের পর সোহেল রানা আর থানায় আসেননি। ছুটিও নেননি, রিপোর্টও করেননি। গণমাধ্যম থেকে আমরা খবরটি পেয়েছি। তবে ভারতে আটক ওই ব্যক্তি বনানী থানার পরিদর্শক কিনা সেটি এখনও নিশ্চিত হতে পারিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *