সমাজের আলোঃ  অদম্য মেধাবী মিনারা। শারীরিক ভাবে প্রতিবন্ধী। বসেছিল দাখিল পরীক্ষা হলে মনের বলেকব্জির জোরে কলম চলিয়ে দিয়েছিলেন পরীক্ষা। মিশন ভালো ফল আর মানুষের মতো মানুষ হওয়ার এবং প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর। সেই মিশনে এগিয়ে যাওয়ার ধারায় এবারে দাখিল পরীক্ষায় মানবিক শাখা থেকে ৪.৬৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শারীরিক ভাবে প্রতিবন্ধী হলেও কোন বাধাই আটকিয়ে রাখতে পারেনি কুড়িগ্রামের চিলমারীর মিনারা খাতুনকে। জন্মের কিছুদিন পর মাকে হারায় সে। এরপর বাবা বিয়ে করেন সংসারে আসে নুতুন মা।

বাবা দিনমজুর দিন আনে দিন খায় অভাবের সংসার। এর উপর শেষ আশ্রয় স্থান বাঁধে সেটুকুও ভেঙ্গে দিয়েছে কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড। বাধার উপর বাধা এরপরও নেই তার দু’হাতের আঙ্গুল তবুও প্রবল ইচ্ছাশক্তির জোরে এবারের এসএসসি (দাখিল) পরীায় অংশ নিয়েছিল। মিনারা চিলমারী উপজেলার কাঁচকোল দণি বাঁধ এলাকার রফিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগমের মেয়ে। মিনার কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। দুই বোনের মধ্যে মিনারা ছোট।
জন্ম থেকেই তার ২ হাতের কব্জি বাঁকা, নেই আঙ্গুল তবুও থেমে যায়নি মিনারা। এবারে দাখিল পরীা অংশ নিয়ে দু’হাতের কব্জিতে কলম চেপে সমানে লিখেছিল উত্তর। মিনারার দুই হাতের কব্জির সাহায্যে লিখেই একে একে ৫ম শ্রেণির সমাপনী (পিএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পাস করে ভালো ফলাফল অর্জন করে। সে এবার দাখিল পরীায় অংশগ্রহণ করে ৪.৬৯ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। ইচ্ছা শক্তি থাকলে আল্লাহ্র রহমতে কোন বাধা আটকাতে পারেনা। সে উপজেলার কাঁচকোল খামার সখিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে। নানা বাধার মধ্যে থেমে না গিয়ে দুই হাতের কব্জির সাহায্যে কলম ধরে সে লেখাপড়া চালিয়ে আসছে। এভাবে কব্জির সাহায্যে সে সাংসারিক বিভিন্ন কাজে পরিবারকে সহায়তা করেছে। মিনার চায় অনেক বড় হতে চায় মানুষের মত মানুষ হয়ে দেশ ও জনগনের সেবার পাশাপাশি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে। এব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন প্রবল ইচ্ছা শাক্তি থাকলে এগিয়ে যাওয়া সম্ভব, আমরা তার পাশে আছি প্রয়োজনে তাকে সকল সুবিধা দেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *