সমাজের আলো : খুলনার কয়রায় দিনমজুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ জানুযারী) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের ২ নং কয়রা চৌরাস্তা এলাকায় দিনমজুর শরিফুলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শরিফুল জানান, বৃহস্পতিবার সকালে পাশের গ্রামে শশুর অসুস্থ থাকায় স্বামী-স্ত্রী ও বাচ্চাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। বিকালে মোবাইলে গ্রামবাসীরা খবর দিলে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে, কিভাবে যে আগুন লাগলো বুঝতে পারছি না। গোল পাতার ছাউনি ও টিনের বেড়া দুই রুমের বসতঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই, পাশে রান্নাঘর ও পুড়ে ছাই হয়ে গেছে, দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, স্বামী-স্ত্রী দিনমজুরের কাজ করে অনেক কষ্টে খেয়ে না খেয়ে ঘরখানা তুলেছিলাম, সংসারের আসবাবপত্র ও করেছিলাম, সবকিছু পুড়ে ছাই হয়ে গেল বলে কেঁদে ফেলেন। প্রতিবেশীরা বলেন আগুনে পুড়ে দিনমজুর ওই পরিবারের সবকিছু শেষ হয়েছে। বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *