যশোর প্রতিনিধি : করোনা সন্দেহে যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চাকলাদার পরবিহনের মালিক সালাম চাকলাদার মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। আজ শুক্রবার ( ১৩ নভেম্বর) দুপুর ১ টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। সালাম চাকলাদার যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বড় ভাই। সালাম চাকলাদারের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার জানান, এক সপ্তাহ আগে অসুস্থ হওয়ায় করোনার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন সালাম চাকলাদার। নমুনা পজেটিভ হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ( শুক্রবার, ১৩ নভেম্বর) দুপুরে তিনি মারা যান। ফন্টু চাকলাদার আরো বলেন, সালাম ভাইয়ের অনেক আগে থেকেই হার্টের প্রবলেম ছিল। এছাড়া একবার স্ট্রোকও করেছেন তিনি। তিনি আরো বলেন, ‘সালাম ভাই মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুুই মেয়ে রেখে গেছেন। তার ছেলে পরিবহন ব্যবসাসহ অন্যান্য ব্যবসা দেখাশুনা করেন। আর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় জামাতা জামাল হোসেন কুটনীতিক হিসেবে ভারতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত রয়েছেন এবং ছোট জামাতা মিজানুর রহমান বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তা। এছাড়াও যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, আজ সালাম চাকলাদারের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ ধারনা করা হচ্ছে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারেন৷ আজ নতুন করে ১৭ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে৷ ১১৫টি রিপোর্ট এসেছে৷ এপর্যন্ত যশোর জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃৃৃত্যু হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *