আলতাফ হোসেন লাল্টু অস্ট্রেলিয়া সিডনি থেকে:  দু হাজার একসালে জননেত্রী শেখ হাসিনা সদ্য প্রধানমন্ত্রীর আসন ছেড়ে বিরোধীদলীয় প্রধান। সমস্ত বাংলাদেশ ব্যপি একটা নারকীয় অবস্থা।যেটাকে বিশ্বের নামিদামি সংবাদ মাধ্যম সহ অনেক রাষ্ট্রপ্রধান গন এথনিক কিলিন্জিং(জাতি গোষ্ঠি নিধন) বলে উদ্বেগ প্রকাশ করেছিল। সাতক্ষীরার জনপদ তার বাহিরে ছিল না। যতদুর মনে আছে জেলাতে অতি নগন্য সংখ্যক জনপ্রতিধিরা আওয়ামীলীগের ব্যনারে নির্বাচিত হতে পেরেছিল। তারমধ্যে স ম আনারুল ও আমি টিকে ছিলাম। যাহোক অল্প কিছুদিন পরে চন্দনপুর ইউনিয়নের একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষিতা হন। দেশীয় মিডিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়া তৎকালীন অন্যান্য ঘটনার সাথে এটাও স্হান পায়।একজন বিরোধীদলীয় প্রধান রাষ্ট্র , সদ্য ক্ষমতা হারানো প্রধান মন্ত্রী দল এবং ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই সেদিন ভিকটিম কে দেখতে সাতক্ষীরার মাটিতে আসেন। আমরা যারা দল করি প্রচন্ড ভীতিকর পরিস্থিতির মধ্যে ও উনার সফরসঙ্গী হয়েছিলাম। তারপর ঘটনা তো ইতিহাস। একটা কথা বলে রাখা ভাল আপনারা জানেন বাংলাদেশের মানুষ সামাজিক ও পারিবারিক ভাবে একে অপরের উপর প্রভাব রাখে।এবং কমবেশি সম্পর্কের বন্ধনে আবদ্ধ। আজকে যারা দন্ডিত তাদের অনেকের সাথে অনেক সময় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। জনপ্রতিধি হিসাবে আর একযায়গাতে আড্ডাতে সহ সামাজিক কর্মকান্ডে একে অপরের বাড়িতে যাতায়াত ছিল। মন খারাপ হয় কি করার। আমার একটা প্রশ্ন সেদিন যে অত্যন্ত লজ্জাজনক ঘটানা কলারোয়ার বুকে ঘটেছিল তার দায়ভার তৎকালীন সংসদ জনাব হাবিবুল ইসলাম সাহেব সহ বি এন পির নেতৃবৃন্দ কি এড়াতে পারেন। এবং একটা ভূলের খেসারত দিতে কয়েক ডজন পরিবার শেষ হয়ে গেল। এর দায়ভার জনাব হাবিবুল ইসলাম সাহেব সহ দায়িত্বশীল নেতৃবৃন্দের উপর বর্তায়। একটা ভি ডি ও দেখছিলাম রায়ের পরে দন্ডিত দের যখন স্থানান্তরিত করা হচ্ছিল সাবেক সংসদ হাবিব সাহেব হাত নেড়ে কি যেন রাজনৈতিক ভাষন দিতে যাচ্ছিলেন আর পাশের অন্যান্য দন্ডিতরা ও পরিবারের সদস্যদের করুনাভরা চাহনি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। তাদের মধ্যে কেউ শিক্ষক,ব্যবসায়ীক, বিভিন্ন পেশার। প্রত্যেকের পরিবার , সন্তান এবং সংসার আছে। অধিকাংশই তাদের উপর নির্ভরশীল। হাবিবুল ইসলাম সাহেব অর্থনৈতিক ভাবে অনেক ভালো অবস্থানে সর্বজনবিদীত। তার পরিবারের হয়তো কোন সমস্যাই হবে না কিন্ত অন্যাদের! রাজনীতির মাঠে বি এন পির অনেক কে কাছ থেকে দেখেছি তাদের মধ্যেও অনেক সামাজিক ও দায়িত্বশীল ছিলেন। তাদের হটিয়ে রাজনীতির মাঠ যারা দখল করেছিল তাও তাৎপর্য বহন করে। একটা নেত্রীত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেখবেন। আমি ঢাকাতে পলাতক অবস্থায় RAB দিয়ে আমার উপর অত্যাচার করা হলো। দু ঘন্টার মতো আমাকে ক্যাপ্টেন ফিরোজ পিস্তলের মূখে দাড় করিয়ে কথিত অস্ত্রের তল্লাশি করা হলো। আমি কৃতজ্ঞ মহান আল্লাহ এবং ও সি ইসহাক সাহেবের উপর। ইসহাক সাহেব রাত চারটের সময় ঢাকার RAB এর হেড কোয়ার্টার থেকে ফোন পেয়ে পরিস্থিতি আচ্ করে অত্যন্ত সাহসিকতার সহিত আমার বাচানোর চেষ্টা করেছিলেন। ঘটনার শেষে আমাকে যখন বলা হলো আপনাকে গুলির অর্ডার তবে মানুষের দোআ আল্লাহ আপনার রহমত করেছেন। রাজনীতি বাদ দেন দেশ ছেড়ে চলে যান। একটা নম্বর দিয়ে সকাল ন টায় তাদের হেড কোয়ার্টারে যেতে বললেন। আমি কৃতজ্ঞ আমার ঢাকার বন্ধুদের প্রতি তারমধ্যে তৎকালীন ছাত্রদলের বেশ কিছু ছেলে যাদের সাথে আমাদের অনেক মেলামেশা। তারা সকালে হাবিবুল ইসলাম সাহেব কে রীতিমত নাজেহাল করেছিল। যাহোক নেতাদের ভৃলে কর্মীগন বিপদের মধ্যে সে ইতিহাসে আছে। আগামীর হিসাব টা আপনার আমার ও সকলের মনে রাখা উচিত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *