সমাজের আলো : কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো (উলুডাঙ্গা) গ্রামের আকবার আলী পুত্র জাসিব হোসেন খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।জাসিবের পিতা আকবার আলী জানান, জেএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করার সময় জাসিব পিতা মাতার আইডি কার্ড ও মোবাইল নং বিদ্যালয়ের অফিস কক্ষে জমা দেন। দায়িত্বশীল শিক্ষক পিতার নামের শেষে গাজী আর মাতার নামের শেষে খাতুন লেখার কারণে জাসিব বিপদে পড়ে গেছে।
জাসিবের পিতা আকবার আলীর অভিযোগ আমার দুই ছেলে এক মেয়ে, সবাই খোরদো হাইস্কুলের ছাত্র মেয়েটি খোরদো বালিকা বিদ্যালয়ের ছাত্রী, বড় ছেলে ও মেয়ের সার্টিফিকেটে পিতা নাম আকবার আলী, মাতার নাম রওশনারা বেগম। ছোট ছেলে জাসিবের সার্টিফিকেটে শিক্ষকরা পিতার নাম দিয়েছেন আকবার আলী গাজী আর মাতার নাম দিয়েছে রওশনারা খাতুন।
জাসিবের সার্টিফিকেটে গাজী আর খাতুন ভুল সংশোধন করার জন্য ওই বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম দেড় বছর পূর্বে ৬হাজার টাকা দুই দফায় হাতিয়ে নিয়েছে। আমার টাকা ফেরৎ দিচ্ছে না। সার্টিফিকেটের নামের ভুল সংশোধন করেন না। বিষয়টি প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষকদের জানিয়েছি। কোন বিচার পায়নি। সার্টিফিকেটের নামের ভুল সংশোধন হচ্ছে না। টাকা আটকে রেখে হয়রানী করা হচ্ছে। আমি পাওনা টাকার দাবি ও ঘটনার বিবরণ উল্লেখ করে প্রধান শিক্ষক রবিউল আলম ও সহকারী শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ১৪ জুলাই কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১টি লিখিত অভিযোগ দিয়েছি। ভুল নামের সাবর্টিফিকেট আমি ও আমার সন্তান জাসিব বিপদে আছি। আমি আমার সন্তানের সাার্টিফিকেটের নামের ভুল সংশোধন চাই।
