আতাউর রহমান ,কলারোয়া : কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিট পুলিশিং কমিটির আয়োজনে শুক্রবার (২২ অক্টোবর) বিকালে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে কলারোয়া থানার মুহাম্মাদ হাফিজুর রহমান পুলিশ পরিদর্শক( তদন্ত) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য মো. ইকবাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করার কথা বলেন এবং সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকার আহবান জানান। তিনি আরো বলেন, নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলে তাকে কোন ছাড় দেওয়া হবে না।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপা আবু নসর,ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডালিম হোসেন,চন্দনপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ রুস্তম আলী, অধ্যাপক নুরুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবর্গ, এস আই মাসুদ, এ এস আই নুরুজ্জামান, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এস আই আব্দুল হামিদ।

