সমাজের আলো : এ শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার দেয়াড়া এলাকায় রোববার সকালে। পুলিশ ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন। গ্রামবাসি সমাজের আলোকে বলছে দেয়াড়া গ্রামে ইজিবাইক চালক আবূ মুছা একই গ্রামের ৫ বছর বয়সের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এলাকাবাসী ঘটনাটি দেখতে পেলে সে পালিয়ে যায় । অভিযোগ ওই এলাকার কয়েকজন ঘটনাটি চাপা দিয়ে টাকায় রফা করার চেষ্টা করে। গভীর রাতে পুলিশকে জানানো হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবির জানান, ঘটনা জানবার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ যান । মুছাকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত রয়েছে। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল সম্পর্ন হয়েছে।

