সমাজের আলো : মোটরসাইকেল দূর্ঘটনায় সংবাদ কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল হোসেন।তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া পৌরসভা সদরের গদখালি গ্রামে। পুলিশ বলছে নিহত ইসমাইল হোসেন মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে কলারোয়ায় ফিরছিলেন। বেলা একটার দিকে সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনা কবলে পড়ে।ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

