সমাজের আলো:সাতক্ষীরার কলারোয়ায় অবিবাহিত এক প্রতিবন্ধী যুবতীকে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবতীর মা বাদি হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে মামলার ১নং আসামি জসিম উদ্দীনের স্ত্রী শারমিন খাতুন (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শারমিন ওই মামলার এজাহারভূক্ত আসামি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ মামলা সূত্রে জানা গেছে, ‘মানসিক প্রতিবন্ধী এক যুবতী (১৯)কে ফুসলিয়ে উপজেলার দেয়াড়া গ্রামের সিদ্দিক খানের পুত্র জসিম উদ্দীন (২৭) ও মোস্তাজুল ইসলামের পুত্র ইমন (১৯) বিভিন্ন সময় একাধিকবার অবৈধভাবে দৈহিক মেলামেশা করে। এতে যুবতী গর্ভবতী হয়ে পড়ে। পরে এজাহারভূক্ত আসামিরা কৌশলে ওই যুবতীকে কলারোয়ার সততা ক্লিনিকে নিয়ে অবৈধ গর্ভপাত ঘটায়।

