সমাজের আলো : কলারোয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই জন মাদক কারবারী জাকির হোসেন কালু, ও ইমরান কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল) রাত ১০ টার সময় তাদেরকে আটক করা হয়।
আটক আসামীরা হলো, শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের রিজু’র ছেলে জাকির হোসেন কালু, (২৮) ও পশ্চিম কোটা গ্রামের মশিউর রহমানের ছেলে ইমরান হোসেন (২৫),পুলিশ জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, এস আই গিয়াস উদ্দিনের সমন্বয়ে পুলিশের একটি বিশেষ টিম কেরালকাতার কিসমত ইলিশপুর গ্রামের রিজাউলের আম বাগান থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

