সমাজের আলো : এক বছরের সাজা প্রাপ্ত আসামী বাবুল আক্তার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।সে কলারোয়া উপজেলার খোরদো গ্রামের মৃত আয়ুব আলী বিশ্বাসের ছেলে। টাকা পয়সা লেনদেনের ঘটনায় যশোর যুগ্ন দায়রা জজ ২য় আদালত এই রায় ঘোষনা করেন। সে সিআর-২১১/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আদালত ১৩৮ধারা মতে দোষী সাবস্ত করে উক্ত ধারায় ১বছরের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে উল্লিখিত নয় লক্ষ ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জরিমানার সুমদয় অর্থ মোকদ্দমার বাদী বিধি মোতাবেক প্রাপ্ত হইবেন বলে আদেশ প্রদান করা হয়। এই আদেশ ঘোষনার পর থেকে বাবুল আক্তার পলাতক জীবন যাপন করছিলো। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এএসআই মফিজ তাকে গ্রেফতার করেন। আসামীকে বুধবার (২৪নভেম্বর) বিকালে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

