সমাজের আলো : কলারোয়ায় করোনা আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ও শনিবার ভোররাতে করোনা আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়। এরা হলেন-কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত. বাবর আলী গাজীর ছেলে আব্বাস উদ্দিন গাজী (৬৪) ও উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আছিয়া খাতুন (৬০)। গয়ড়ার আব্বাস উদ্দিন গাজীর করোনা শনাক্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র গাজী শফিকুল ইসলাম। তিনি জানান, তার পিতা হার্ট, ফুসফুস, লিভারসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে গত ৮জুন থেকে খুলনা গাজী মেডিকেল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা যান। এদিকে, করোনা আক্রান্ত হয়ে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপজেলার আলাইপুর গ্রামের আছিয়া খাতুন (৬০) শুক্রবার সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৮জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এনিয়ে সাতীরার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২ জনে। অপরদিকে, গত ২৪ঘন্টায় নতুন করে কলারোয়ায় আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩জন সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা দিয়েছিলেন। আর কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১১জনের পরীায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- র্যাপিড এন্টিজেন কিটসে উপজেলার আলাইপুরের ফাতেমা (৪৫), ওফাপুরের সকিনা (৬৫) ও খোরদো লাগোয়া মনিরামপুরের চাকলা গ্রামের শামিমা বেগম (৬৫) এবং পিসিআর ল্যাবে সরসকাটির ইদ্রিস আলী (৪৬), চন্দনপুরের মেনুকা (৪০) ও কলারোয়ার আব্দুল মজিদ (৫০)। নতুন শনাক্তদের মধ্যে চন্দনপুরের মেনুকা রানীর স্বামী দেবকুমার (৪৫) একদিন আগে শুক্রবার করোনার উপসর্গে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *