সমাজের আলো : পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে মারাক্তক ভাবে আহত করা হয়েছে। দুজনকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে-১৭নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামে। উপজেলার হেলাতলা গ্রামের মোসলেম আলী সরদারের ছেলে আজিজুর রহমান সরদার (৫৫) জানান-একই গ্রামের আফসার আলীর ছেলে লাভলু সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। ১৭নভেম্বর সকাল ১০টার দিকে পরিকল্পিত ভাবে তাদের বাড়ী এসে লাভলু, বাবলু, আফছার আলী, নাছিমা খাতুন দলব্ধ হয়ে জমাজমি নিয়ে কথাকাটা কাটির এক পর্যায়ে রাজ মিন্ত্রী আজিজুর রহমান সরদারকে ধরে মারপিট করে । এসময় তার স্ত্রী কেয়া বেগম (৩২) স্বামীকে বাচাতে এগিয়ে আসলে তাকেও ধরে মারধোর করা হয়। তাদের চিৎকারে রাজমিস্ত্রীর শ্যালোকের স্ত্রী নাছিমা খাতুন ঘটনা স্থানে আসলে তাকেও চড় কিল ঘুষি মারে। এসময় স্থানীয় এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের দুজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এঘটনায় আহতরা ন্যায় বিচার চেয়ে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
