মোঃ জাহাঙ্গীর হোসেন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র জন্মদিন উপলক্ষে একটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া পৌর প্রেসক্লাবের আয়োজনে হাসপাতাল রোডের পৌর প্রেসক্লাবের অফিস কক্ষে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গমাতার জিবনী আলোচনা করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), লাঙ্গল ঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মফিজুল ইসলাম লাভলু।
উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইমরান সরদার।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গদখালী জামে মসজিদের ইমাম মাওলানা আজাহারুল ইসলাম।
