সমাজের আলো : কলারোয়া পৌর সদরের গদখালীতে আদালতে মামলা চলাকালীন বসতভিটায় ভাংচুর ও গাছ কেটে ফেলায় কলারোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শরাফাত হোসেনের স্ত্রী রহিমা খাতুন। অভিযোগ সুত্রে জানা যায়, শরাফাত হোসেনের ঝিকরা মৌজায় ১৪৩০/৩৫১৫ দাগের বসত ভিটার জমি নিয়ে পূর্ব শত্রæতা চলছে। এই জমির জটিলতা নিয়ে শরাফাত হোসেন ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। যার নং এলএস ১৬২/২০১৯ তারিখ ৪ জানুয়ারি ২০১৯। মামলাটি আজও নিষ্পত্তি হয়নি। কিন্তু মামলা দায়েরের পর হতে বিবাদীরা তাদের নামে ভ্রমাত্বক রেকর্ড সৃষ্টি হয়েছে সূত্র ধরে শরাফতের পরিবারকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছে। গত শুক্রবার বিকাল ৪টার দিকে বিবাদীরা বাড়িতে অবৈধ অনুপ্রবেশ করে মারপিট করে দখলীয় ভিটেবাড়ির জমিতে লাগানো ফলজ আমগাছ কেটে দিয়েছে এবং ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর, মুরগির ঘর ভাংচুর করে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। বিবাদীদের লাঠির আঘাতে আহত হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শরাফাতের স্ত্রী রহিমা খাতুন। এই ঘটনার প্রতিকার পেতে শারাফাত হোসেন ও তার স্ত্রী জেলা পুলিশ সুপার ও কলারোয়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন-স্থানীয় ৩নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *