সমাজের আলো : কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ আগস্ট বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ পালনের সার সংক্ষেপ তুলে ধরেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন-কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সহসভাপতি সহকারী অধ্যাপক কে এম আনিসুর রহমান, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সহ সভাপতি সহকারী অধ্যাপক কে এম আনিসুর রহমান, শেখ জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক গোলাম হোসেন, সাংবাদিক সরদার জিল্লুর, রাজু রায়হান, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি, সাংবাদিক কামরুজ্জামান, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম লিটন, রিপোর্টাস ক্লাবের সাংবাদিক জাহিদুল ইসলাম, সেলিম হোসেন, ফারুক রাজ, সোহাগ হোসেন প্রমুখ।

