শফিকুর রহমান, কলারোয়া সাতক্ষীরা: কলারোয়ায় সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পরিচালক ও বিদায়ী কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান প্রথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আনিছুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল । শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক। কলেজের প্রভাষক জাফর ইকবালের সঞ্চালনায় ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রফেসর আলহাজ আবু নসর, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ ইউনুস আলী, আশাশুনি ও কলারোয়া ( অতি:) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান, প্রভাষক ডা. আফিফা, প্রভাষক ডা. নার্গিস আরা সহ শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ও শিক্ষা্থী বৃন্দ । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে শেখ ফারুক হোসেন বলেন, কর্মসূত্রে আমি যেখানেই থাকি না কেন, আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে ছিলাম , আছি, এবং ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি তিনি কলেজের সার্বিক উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. আনিছুর রহমান বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রার্কৃতিক চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথির উন্নয়ন ও সমৃদ্ধি সাধনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । পাশাপাশি হোমিওপ্যাথিক শিক্ষা বিস্তারে বিশেষ দৃষ্টি দিতে তিনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে সদ্য পদোন্নতি সহকারী পরিচালক ও সদ্য বিদায়ী কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনকে পদোন্নতি জনিত কারণে বদলিতে বিদায়ী সংবর্ধনা ও বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদ কর্তৃক শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হওয়ায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য ও ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানকে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ।

