সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে জোরপূবর্ক কাগজে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ১১৮নং নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় ১বছর পূর্বে।এই বিদ্যালয়ে ৪জন অভিভাবক সদস্য, ২জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ১জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ২জন এমপি প্রতিনিধি, ১জন স্থানীয় ইউপি সদস্য ও একজন জমিদাতা থাকার নিয়ম থাকলেও গত (৯ডিসেম্বর) স্কুল চলাকালে বেলা দেড়টার দিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যার ডালিম হোসেন বিদ্যালয়ে উপস্থিত হন। এসময় তার সাথে ছিলেন-সাইফুদ্দিন, সাথি, সিদ্দিক, রাজু, মিঠু, ফজলুল হক, বকতিয়ার ছোট, সিরাজুলসহ ১০-১৫জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানকে ডেকে চেয়ারম্যানের বানানো একটি কমিটিতে জোরপূর্বক স্বাক্ষর করে নিয়ে চলে আসেন। এতে করে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, চেয়ারম্যান ডালিম হোসেন যাকে সভাপতি করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি হলেন-রামকৃষ্ণপুর গালর্স হাইস্কুলের শিক্ষক বখতিয়ার। তার সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া রয়েছে। এর আগে স্কুলে ঢুকে বখতিয়ার প্রধান শিক্ষককে মারপিট করেছিলেন। তিনি বিষয়টি উপজেলা শিক্ষা অফিসের এটিও আশিকুজ্জামানকে অবহিত করেছেন। তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ বিষয়টি জানার পরে লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *