সমাজের আলো: এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৪ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।ঘটনার নায়ক কলারোয়া উপজেলার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সম্পর্কের কথা গোপন রেখে গত চার বছর ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় ১৫ নং মামলা দায়ের হয়েছে৷ ভুক্তভোগী হেলাতলা ইউনিয়নের ওই শিক্ষার্থীর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়- অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারফের ছেলে শেখ মেহেদী হাসান নাইচ৷অভিযুক্ত মেহেদী হাসান নাইচ সদ্য বিলুপ্ত কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুষারের হাতকাটাকে কেন্দ্র করে তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
