সমাজের আলো : কলারোয়ায় ৫টি মসজিদে স্বাস্থ্য সামগ্রী দিলেন পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন। তিনি মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ী গ্রামের ৫টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পদকের হাতে ওই স্বাস্থ্য সামগ্রী তুলে দেন। এসময় পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন বলেন-তার ওয়ার্ডে অনেক গুলো মসজিদ রয়েছে। তিনি আজ মঙ্গলবার যুগিবাড়ী বাইতুন মামুন জামে মসজিদ, মাঝেরপাড়া জামে মসজিদ, উত্তর পাড়া জামে মসজিদ, পশ্চিমপাড়া জামে আহলে হাদিস জামে মসজিদ, দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পদকের হাতে লাইক বয় সাবান, ডেটল, হেক্সিসল হ্যান্ড বার, মাক্সস তুলে দেন।

