সমাজের আলো : রুমা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে কলারোয়ার উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আবু তাহের বিশ্বাসের কন্যা ও চন্দনপুর হাইস্কুলের ৮ম শ্রেনির ছাত্রী। রামভদ্রপুর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল আনছারী জানান, ‘সোমবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে থাকা বিষ ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে রুমা খাতুন। তাৎক্ষনিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
