সমাজের আলোঃ কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন ঔ দিয়াড়া ইউনিয়নে নতুন করে এক যুবকের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ৮ জন করোনা পজিটিভ হলেন। আক্রান্ত যুবক সত্যপদ পাল (৪০) বাড়ি উপজেলার দিয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামে। তাঁর পিতার নাম রঞ্জিত পাল। জানা গেছে, সত্যপদ পাল স্থানীয় বাড়িতে থাকতেন বাড়িতে আছেন। গত ৩০ জুন নমুনা পরীক্ষা করতে দেয়। শনিবার আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িঘর লকডাউন করা হবে, বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস সাংবাদিকদের জানান।

