সমাজের আলো : মহামারি করোনার সময়ে কলারোয়ায় লকডাউন ঘোষণা করলেও দলবেধে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলতে দেখা গেছে উপজেলা কৃষি অফিসের একটি অনুষ্ঠানে। রোববার (১৩জুন) বেলা ১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে প্রায় ৪০-৫০জন কৃষক জড়ো করে উপকার সামগ্রী বিতরণ করে উপজেলা কৃষি অফিস। এই অফিস নিয়মিতভাবে গ্রামের কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে সমাবেশ করেছে। এখানে সরকারি আইন মানা হয়নি। উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামে মাঠ দিবস করার সময় স্থানীয় গ্রামবাসী ব্যাপকভাবে সমালোচনা করে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে নিয়ে। উপজেলায় প্রায় ঘরে ঘরে জ¦র, সর্দি ও কাশি সেই সাথে করোনায় আক্রান্ত মানুষ রয়েছে। ঠিক সেই সময়ে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপজেলার প্রতিটি ইউনিয়নে মাঠ দিবস ও কৃষক সমাবেশ শুরু করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, করোনার সময় কোন জনসমাবশে করা যাবে না। কোন অফিস করোনার সময়ে কাউকে উপকার সামগ্রী দিলে একজন একজন করে ব্যক্তি এসে তা নিয়ে যেতে পারবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *