সমাজের আলো : খোরদো-বাটরায় মুজিব শতবর্ষে গৃহ নির্মাণ প্রকল্পের ঘর নির্মাণে পিআইও’কে হুমকি দিয়ে ৭০ হাজার টাকার চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান জানান- কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য বজলু তাকে হুমকি দিয়ে ৭০ হাজার টাকার চাঁদা দাবী করেছেন।
তিনি আরও জানান, জুলাই মাসের ২৬ তারিখ বজলু মেম্বর মাটি ভরাটের কাজ করেছে এবং ঘরগুলো তার ওয়ার্ডে নির্মিত হওয়ায় সে পিআইও’র কাছে ৭০হাজার টাকা চাঁদা দাবী করেন। এদিকে এই রিপোর্ট রাতে লেখার সময় অভিযুক্ত বজলু মেম্বরের ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।জানাগেছে,জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের ১৪টি ঘর নির্মাণ করা হয় ভুমিহীনদের জন্য। ঘর দেওয়ার নাম করে ইউপি সদস্য ১৫\২০ হাজার করে টাকা নিয়েছেন । এমন অভিযোগ ভুমিহীনদের।

