সমাজের আলো : আগামি ৩০জানুয়ারি কলারোয়া পৌরসভার ৩য় নির্বাচন। নির্বাচনে প্রচার-প্রচারণায় মেয়র ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। গণসংযোগে বসে নেই ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ৪জন প্রার্থী। জানা গেছে, কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা (পশ্চিম) নিয়ে ১নং ওয়ার্ড, তুলশীডাঙ্গা (পূর্ব) ও বাজার এলাকা নিয়ে ২নং ওয়ার্ড ও গদখালী ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন-দুই বারের মহিলা কাউন্সিলর সাবেক হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরুহুম হোসেন আলীর সহধর্মিণী ফারহানা হোসেন (টেলিফোন প্রতীক), তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড এর মৃত ছলিম মোড়লের কন্যা রেজোয়ানা আক্তার লিলি (কলম প্রতীক), গদখালী গ্রামের মৃত নজু হোসেনের কন্যা সালমা আক্তার পান্না (চশমা প্রতীক) ও গদখালী গ্রামের দোস্তী মোহাম্মদের স্ত্রী নাজমা আক্তার দোস্তী (আনারাস প্রতীক)। নিয়ম অনুযায়ী প্রার্থীদের সাদা কালো ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। তাদের পক্ষে চলছে মাইকিং। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া ও দোয়া কামনা করছেন প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতিও। নির্বাচনী এলাকার পাড়ায় পাড়ায় চষে বেড়াচ্ছেন তারা। জনপ্রিয় প্রার্থী ফারহানা হোসেন জানান, প্রথমবার বিপুল ভোটে জয়ী হয়েছি, দ্বিতীয়বার জিতেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারো জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জয়ী হলে অসমাপ্ত কাজ গুলো চলমান রাখবেন। রেজাওয়ানা আক্তার লিলি জানান, সাধারণ ভোটাররা আমাকে সমর্থন করছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। সালমা আক্তার পান্না জানান, জনগণ চাচ্ছে নতুন মুখ। নতুন প্রার্থী নতুন কিছু করবে। আমি নতুন প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে বেশ সাড়া পাচ্ছি। নাজমা বেগম দোস্তী জানান, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি, চেষ্টা করছি ভালো কিছু করার। জনগণ ভোট দিতে পারলে ইনশাল¬াহ জয়ী হবো। এদিকে সাধারণ ভোটাররা বলছেন, সাধারণত পুরুষ কাউন্সিলর ও মেয়র এর কাছে প্রত্যাশা থাকে বেশি। তবে মহিলা কাউন্সিলরদের কাছে আমাদের দাবি-দাওয়া তেমন থাকেনা। যে প্রার্থী জনগণের পাশে থাকে বা থাকবেন, যিনি জনগণের সুখে-দুখে সাথী হবে সেরকম প্রার্থীকে ভোট দেবো। জনবান্ধব প্রার্থী জয়ী হবে বলেও আমরা প্রত্যাশা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *